সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১
জেলা প্রতিনিধিঃঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ি ধানী জমিতে পরে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার বিকালে উপজেলার রত্না ব্রিজের এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন ইন্সপেক্টর মোরশেদ, কনস্টেবল খলীল, ও কনস্টেবল নরুল ইসলাম। তারা সবাই আজমিরীগঞ্জ থানার সদস্য।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার হবিগঞ্জ পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভা শেষে আজমিরীগঞ্জ যাওয়ার পথে রত্না ব্রিজ এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানী জমিতে পরে যায়। এতে ৩ পুলিশ সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।