সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০
প্রতিনিধি/বালাগঞ্জঃঃ
বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের পেকুয়া বিলে পলো বাওয়াকে কেন্দ্র করে ওই এলাকার কয়েকটি গ্রামের সৌখিন মাছ শিকারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গতকাল শনিবার পেকুয়া বিলে পলো বাওয়া হবে বলে লোক মুখে জানাজিানি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
উপজেলার নুরপুর, কাদিপুর, মোবারকপুর, বুরবুরি, নশিরপুর, ইলাশপুর, নোয়াপাতন, ভট্টপাতন, আদিত্যপুর ও ওসমানীনগরের রাউৎখাই গ্রামসহ দুই উপজেলার প্রায় ২০-২৫টি গ্রামের মানুষ সকাল ১০টায় পলো বাওয়ার প্রস্তুতি নিয়ে পেকুয়া বিলের পাড়ে জড়ো হন। এসময় বিলের পাশ্ববর্তী কাদিপুর ও নুরপুর গ্রামের মানুষ বিলে পলো না বাইতে নিষেধ করলে বিলের পারে আসা মানুষে মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় মোবারকপুর গ্রামের মতিউর রহমান ও নোয়াপাতন গ্রামের নাজমুল ইসলাম উদ্ভট পরিস্থিতি সামাল দিতে নোয়াপাতন-ভট্টপাতন সংলগ্ন গ্রাম নাইনন্দা বিলে লোকজনকে পলো বাওয়ার সুযোগ করে দেন।
নশিরপুর গ্রামের আব্দুল বাছিত বলেন আমরা পেকুয়া বিলে পলো বাইতে গেলে নুরপুর ও কাদিপুর গ্রামের লোকজন বলেছেন তাদের গ্রামের লোকজন আসেননি তাই পলো বাওয়া হবে না। হুমকি দিয়ে সবাইকে চলে যেতে বললে পলো বাইতে আসা লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পলো বাইতে আসা রাশিদ মিয়া ও মঞ্জু মিয়াসহ অনেকেই অভিযোগ করে বলেন নুরপুর গ্রামের লোকজন আমাদের তাড়িয়ে দিয়ে পরে তারা পেকুয়া বিলে নেমে পলো দিয়ে মাছ শিকার করেন। নুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আব্দুল হক বলেন, আমাদের গ্রামের লোকজন আজ বিলে যাননি তাই পলো না বাইতে বারণ করা হয়েছে।