বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রাজ্জাকের ৭৯তম জন্মদিন আজ

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রাজ্জাকের ৭৯তম জন্মদিন আজ

 

লন্ডন বাংলা বিনোদন ডেস্কঃঃ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা  বাংলার নায়করাজ রাজ্জাকের ৭৯তম জন্মদিন আজ। বাংলা চলচিত্রে কিংবধন্তি এই অভিনেতা  ১৯৪২ সালের এই দিনে ভারতের কলকাতার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পুরো নাম আবদুর রাজ্জাক। কলকাতার থিয়েটারে অভিনয় করার মাধ্যমে রাজ্জাক তার অভিনয় জীবন শুরু করেন।

 

১৯৫৯ সালে ভারতের মুম্বাইয়ের ফিল্মালয়ে সিনেমার ওপর পড়াশোনা ও ডিপ্লোমা গ্রহণ করেন। কলকাতায় ফিরে ‘শিলালিপি’ ও আরও একটি সিনেমায় অভিনয় করেন। ১৯৬৪ সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার কবলে পড়ে রাজ্জাক তার পরিবার-পরিজন নিয়ে ঢাকায় চলে আসেন।

Spread the love