সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সবার প্রিয়মুখ বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন (৬৯) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি উপজেলার পাটলি ইউনিয়নের সাতহাল গ্রামের বাসিন্দা। বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভূগছিলেন। অবশেষে ১৮ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমা-ার আবদুল কাইয়ূম বলেন, ১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টায় সাতহাল গ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিনের রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে-সবার প্রিয়মুখ বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিনের মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে।