সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০
কলি বেগম,জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার জন নন্দিত মেয়র আলহাজ আবদুল মনাফের মৃত্যু হলে মেয়র পদটি শুন্য হয়। এ শুন্য পদ পূরণের লক্ষে আগামী ২৯ মার্চ জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ১ মার্চ যাচাই-বাছাইয়ের শেষ তারিখ।
৮ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ২৯ মার্চ নির্বাচন। নির্বাচনের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষে সব ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকেই প্রার্থীদের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। যদিও এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
তবে জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে খবর ছড়িয়ে পড়লে অনেক প্রবাসী প্রার্থী ও তাদের সমর্থকরা দেশে আসতে শুরু করেছেন। এছাড়া নির্বাচনে অংশ নিতে অনেক প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন।