সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০
আন্তর্জাতিক ডেস্কঃঃ
জাপানে কোয়ারেন্টাইনে ১৫ দিন থেকে আটকে থাকা প্রমোদতরী থেকে অবশেষে নামার অনুমতি পেয়েছেন যাত্রীরা। (রোগ সংক্রমণের আশঙ্কায় পৃথক রাখা) থাকা ‘ডায়মন্ড প্রিন্সেস’ জাহাজের সুস্থ যাত্রীদের প্রমোদতরী থেকে নামার অনুমতি দেওয়া হয়েছে। করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসা কমপক্ষে ৫শ যাত্রীকে আজ বুধবার প্রমোদতরী ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে বলে ফরাসি বার্তা সংস্থা ‘এএফপি’র এক প্রতিবেদনে জানানো হয়েছে।
যাদের পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে তাদেরকে কর্মকর্তাদের তরফ থেকে একটি সনদ দেওয়া হচ্ছে। সনদে উল্লেখ করা হয়েছে, ‘করোনাভাইরাসে সংক্রমণের ঝুঁকি নেই, এই ব্যক্তির সংক্রমণের সময়ে জ্বরসহ অন্য কোনো লক্ষণ ছিল না।
জাহাজের ছয় বছরের ছেলেকে নিয়ে অবরুদ্ধ হয়ে পড়া ইয়ার্ডলি অং নামে এক যাত্রী টুইটারে লেখেন, ‘নেগেটিভ! আমি, ছেলে, স্বামী, মা এবং বাবা! ধন্যবাদ ঈশ্বর আমাদের রক্ষা করার জন্য…অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছি।
গত ৩ ফেব্রুয়ারি জাপানের ইয়োকোহামা বন্দরে জাহাজটিকে ১৪ দিনের জন কোয়ারেন্টাইন করে রাখা হয়। জাহাজে থাকা ৩ হাজার ৭১১ জনের মধ্যে ২ হাজার ৬৬৬ জন যাত্রী ও ১ হাজার ৪৫ জন ক্রু।
চীনের বাইরে এই জাহাজে সবচেয়ে বেশি করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট রোগ কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওই জাহাজের ৫৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এই ভাইরাসে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে এবং সংক্রমিত হয়েছে প্রায় ৭৪ হাজার ১৮৫ জন