সিলেট ২২শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০
সালাহ্উদ্দিন শুভ,কমলগঞ্জঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৪টি দল নিয়ে আদমপুরে আলোকিত আদমপুর নামে এক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হয়েছিল বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায়। শমশেরনগর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক অরুপ কুমার চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন।
উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে কমলগঞ্জ পৌরসভা একাদশ ৪-২ গোলে শমশেরনগর খেলোয়াগ কল্যাণ সমিতিকে পরাজিত করে ফাইনালে উঠে। গতকাল বৃহস্পতিবার আদমপুর ফুটবল একাদশ ১-০ গোলে কুলাউড়া একাদশকে পরাজিত করে এ প্রতিযোগিতার ফাইনালে উঠে। আগামী শনিবার ২২ ফেব্রুয়ারি বিকাল ৪টায় আদমপুর ফুটবল একাদশ ও কমলগঞ্জ পৌরসভা ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
নঈনারপার খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে মাত্র ৪টি দল নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।