প্রতিনিধ/বিশ্বনাথঃঃ
তারুণ্যের আলোয় উজ্জীবিত হোক সমাজ’ স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথের পেশাজীবি, নাট্যকর্মী ও ক্রীড়া সংগঠনকর্মীদের নিয়ে সংগঠনের সাবেক সভাপতির স্মৃতি রক্ষার্থে এক ব্যতিক্রমী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে সামাজিক সংগঠন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন। টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশ্বনাথ থিয়েটারের নাট্যকর্মীরা ২ উইকেটের ব্যবধানে বিশ্বনাথ ক্রীড়া কল্যাণ ফেডারেশনের কর্মকর্তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন থিয়েটারের নাট্যকর্মী পিউল দেব সৈকত।
বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের উদ্যোগে শনিবার দিনব্যাপী সিক্স-এ সাইড পদ্ধতিতে আয়োজিত ‘কামরুল রেজা স্মৃতি আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্ট’-এ অংশগ্রহনকারী অন্যান্য দলগুলো হল- বিশ্বনাথ বন্ধুসভা, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন, উপজেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ফার্মাটিকেল্স রিপ্রেজেন্টন্টিভ এসোসিয়েশন (ফারিয়া) উপজেলার নেতৃবৃন্দ, উপজেলার ডেন্টিস ও কেমিষ্ট এর ডাক্তাররা, কামরুল রেজা স্মৃতি গ্রন্থাগারের নেতৃবৃন্দ।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ডেফোডিল এসোসিয়েশনের উপদেষ্টা সুহেল আহমদ চৌধুরী। উদ্বোধকের বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও ডেফোডিল এসোসিয়েশনের উপদেষ্টা আলতাব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়শনের যুগ্ম সম্পাদক ইলিয়াস আলী।
বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়শনের যুগ্ম সম্পাদক বকুল আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বন্ধুসভার ভারপ্রাপ্ত সভাপতি প্রনঞ্জয় বৈদ্য অপু,বিশ্বনাথ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুন্না, বর্তমান সভাপতি আনহার আলী, সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, অর্থ সম্পাদক কাওছার আহমদ বাপ্পী, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি তন্ময় দেবরায়, উপজেলা ক্রীড়া কল্যাণ ফেডারেশনের সভাপতি দিলসাদ আহমদ, কামরুল রেজা স্মৃতি গ্রন্থাগারের পৃষ্ঠপোষক ফখরুল ইসলাম রেজা।
ব্যাতিক্রমী এ টুর্নামেন্ট আয়োজন সম্পর্কে ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম জানান, ‘এটা শুধুই একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, আমাদের সংগঠনের সাবেক সভাপতিকে স্মরণ করা এবং অপসংস্কৃতি ও মাদকের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলনও।