সিলেট ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে সোনালী অতীত ফুটবল ক্লাব ছাতক ও ভেটারেন্স ফুটবল ক্লাব আমরা ছাতকী ইউকে’র মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ শনিবার বিকেলে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে(মন্টু বাবুর মাঠ) অনুষ্ঠিত হয়েছে। খেলা নির্ধারিত সময়ের মধ্যে উভয় দল ২টি করে গোল করায় খেলাটি ড্র হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।
এসময় বিশিষ্ট শিল্পপতি আশরাফুর রহমান চৌধুরী, ব্রিটিশ কাউন্সিলর আব্দাল উল্লাহ, সাবেক কাউন্সিলর, মাইয়ূম মিয়া তালুকদার, খছরুল হক, যুক্তরাজ্য প্রবাসী ফয়জুল হক, উপজেলা কন্ট্রাকটর এসোসিয়েশনের সভাপতি শাহীন চৌধুরী, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, জসিম উদ্দিন সুমেন, দিলোয়ার হোসেন, ধন মিয়া, সুদিপ দে, আছাব মিয়া, ক্রিড়া সংস্থার সেক্রেটারী, কৃতি ফুটবলার সৈয়দ লাল মিয়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু, যুক্তরাজ্য প্রবাসী, কৃতি ফুটবলার জুয়েল মিয়া, ক্রিড়ামোদী আজিজুর রহমান, রুহেল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন