সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০
শক্তিশালী ঝড় গ্লোরিয়ার আঘাতে স্পেনে ১৩ জন নিহত হয়েছেন। এ ঝড়ে এখন পর্যন্ত চার নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড বাতাস এবং বৃষ্টিতে স্পেনের পূর্বাঞ্চলে বন্যা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ দেশটির পূর্বাঞ্চলীয় এলাকা পরিদর্শন করেছে। এদিকে শুক্রবার এই ঝড় ক্ষয়-ক্ষতি মোকাবেলায় করণীয় নিয়ে স্পেন সরকারে বৈঠকে বসার কথা রয়েছে ।
ফ্রান্সের স্থানীয় আবহাওয়াবিদদের মতে ‘গ্লোরিয়া’ এই অঞ্চলে ১৯৮২ সালের পর সবচেয়ে শক্তিশালী ঝড়।