সিলেট ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০
প্রতিনিধি/বালাগঞ্জঃঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বালাগঞ্জ বৈশাখী ক্রীড়া উন্নয়ন ও সমাজ কল্যান সংস্থার উদ্যোগে অনুর্ধ্ব-২৫ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমি ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বালাগঞ্জ মদনমোহন মার্কেটের সম্মুখের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
সংস্থার উপদেষ্টা বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. জুনেদ মিয়ার সঞ্চালনায় পুরস্কার বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ফুটবলার আইনুর আহমদ রুমন, কুশিয়ারা কুলের প্রকাশক হুসাইন আহমদ, পিএস আই বিকাশ সরকার, পিএস আই অংকন সরকার, এ এস আই শিহাবুর রহমান শিহাব, সংস্থার সাধারন সম্পাদক প্রদীপ দাস, মোস্তাক আহমদ সুন্দর, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এম এ মালেক, সাংবাদিক তারেক আহমদ, বালাগঞ্জ বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক কাওছার আহমদ কওছর, সহ সাধারন সম্পাদক মো. দুলু মিয়া, দপ্তর সম্পাদক মনির হোসেন মনি, ম্যাচ রেফারি ফুটবলার সাইদুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সভাপতি লয়লুছ মিয়া, হেলালুজ্জামান বকুল, সংস্থার সদস্য সুব্রত দাস মিঠু, রহমত আলী, মিন্টু দেবনাথ, সবুজ দেবনাথ, আব্দুল হান্নান, রজব আলী, শিপু দাস, মুহিত মিয়া, রাজীব আহমদ রাজিন, হারুন মিয়া, সুহেল আহমদ, শাহ আলম, রুহেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জুয়েল আহমদ, সাধারন সম্পাদক রুবেল আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক সাইফুর রহমান বেলাল, বালগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক রাশেদ আহমদ জয়, তারেক আহমদ, শামীম আহমদ,সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় সুজনমনি-সাগর জুটি তাপস-আতিকুর জুটিকে এবং বিশ্ব-রাতুল জুটি আকাশ-ফরহাদ জুটিকে হারিয়ে জয়লাভ করে। খেলার ১ম রাউন্ড থেকেই ধারাবাহিক ভাবে প্রতিদিন ৫ জন দর্শকের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্নোত্তর পর্বের আয়োজন থাকে।
সঠিক উত্তর প্রদান করলে সাথে সাথে পুরস্কার প্রদান করা হয়। সেমিফাইনাল রাউন্ডের প্রশ্নোত্তর পর্বের পুরষ্কার দাতারা হলেন- বালাগঞ্জ সায়মন মোবাইল গ্যালারির স্বসত্ত্বাধিকারী মোস্তাক আহমদ ও বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এম এ মালেক।