প্রতিনিধি /ওসমানীনগরঃ
সিলেটের ওসমানীনগরের খাদিমপুর নছিব উল্লাহ উচ্চ বিদ্যালযয়ে সংবর্ধনা অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
সোমবার বিকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হুসাইন আহমদ ছইল এর সভাপতিত্তত্ব ও বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ আওলাদ আলী ও সাদিকুর রহমান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ সদস্য মোকাব্বির খান। বিশেষ অতিথি ছিলেন,বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাবেক চেয়ারম্যান চেরাগ আলী,যুক্তরাজ্য প্রবাসী টাওয়ার হ্যামলেটের চেয়ারম্যান ছাদ চৌধুরী,
বালাগঞ্জ ওসমানীনগর এ্যডুকেশন ট্রাস্টের সভাপতি রবিন পাল, সেক্রেটারি মিজানুর রহমান মিরু, ট্রাস্টের সাবেক সভাপতি আব্দুল মুমিন, বালাগঞ্জ ওসমানীনগর সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল হক নুর, যুক্তরাজ্য প্রবাসী সুফি, নর্থ ইস্ট মেডিকেল হসপিটালের চেয়ারম্যান রিয়াছত আলী, যুক্তরাজ্য বার্মিংহাম আওয়ামী লীগ নেতা কামাল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী খলকু মিয়া, দরাজ মিয়া, বাদশা মিয়া, জয়নাল আবেদীন,
স্থানীয় আওয়ামী লীগ নেতা শওকত আলী সায়মন আলী, বর্তমান মেম্বার আব্দুল খালেক , সাবেক মেম্বার জিতু মিয়া,যুবলীগ নেতা আজিজুর রহমান নানু, আবু সাঈদ চৌধুরী নানু মিয়া, সাবেক মেম্বার আব্দুল হান্নান। অনুষ্ঠানে প্রবাসী কমিনিটি নেতৃবৃন্দসহ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।