দিল্লি পৌঁছলো উহানে আটকে পড়া ২৩ বাংলাদেশি

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০

দিল্লি পৌঁছলো উহানে আটকে পড়া ২৩ বাংলাদেশি
Spread the love

১৩৩ Views

আন্তর্জাতিক ডেস্কঃঃ

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরে আটকে পড়া ২৩ বাংলাদেশিকে ভারতের রাজধানী দিল্লিতে আনা হয়েছে।

 

বৃহস্পতিবার ভারতীয় বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে তাদেরকে চীন থেকে দিল্লিতে আনা হয়। এমনটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বিমানের ওই বিশেষ ফ্লাইটে ৭৬ জন ভারতীয় নাগরিককে আনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ, মিয়ানমার, চীন, দক্ষিণ আফ্রিকা , যুক্তরাষ্ট্র, মাদাগাস্কারের ৩৬ জন নাগরিককেও ফিরিয়ে আনা হয়েছে। উহান ফেরত ১১২ জনকে দিল্লিতে সঙ্গরোধ করে রাখা হবে বলে ভারতীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

 

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭শ ৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া বিশ্বের ৪০ টি দেশে ৭৮ হাজার করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে।

 

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।


Spread the love