নিজস্ব প্রতিনিধিঃ
বাহুবলের বহুল আলোচিত ও সমালোচিত সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু হত্যা মামলার আসামীদের দায়ের কোপে ফয়জাবাদ চা বাগানের এক পাহারাদার গুরুত্ব আহত হয়েছে, ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার নতুন কোয়ার্টার নামক স্থানে।
জানা যায়, বাহুবল উপজেলার অলিপুর গ্রামের মৃত উমর আলীর ছেলে আব্দুল হান্নান(৩০) দীর্ঘদিন যাবত, ফয়জাবাদ চা বাগানের পাহারাদার হিসেবে কর্মরত আছেন, শুক্রবার সকালে তার ডিউটি চলাকালীন সময়ে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের বহুল আলোচিত ও সমালোচিত চার শিশু হত্যা মামলার রহস্যজন খালাসপ্রাপ্ত আসামী আব্দুল আলী বাগাল ও তার ছেলে জুয়েল, ফেরদাউস ও জয়নাল মিয়া সহ তাদের লোকজন দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে হান্নানের উপর হামলা চালায়,এসময় হান্নান আত্মরক্ষার্থে দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করলে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে তারা, হান্নানের মাথায়, হাতে ও পায়ে দা-দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে ঐ আলোচিত আসামীরা। রক্তাক্ত অবস্থায় হান্নানকে ঘটনাস্থল থেকে তার সহযোগী পাহারাদারা উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
হাসপাতালে আহত আব্দুল হান্নান জানান, তিনি দীর্ঘদিন যাবত ফয়জাবাদ চা বাগানের পাহারাদার হিসেবে কর্মরত আছেন প্রতিদিনের মত শুক্রবার সকালে ডিউটিতে যান হান্নান, এমতাবস্থায় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের আলোচিত ও সমালোচিত চার শিশু হত্যা মামলার রহস্যজনক খালাসপ্রাপ্ত আসামী আব্দুল আলী বাগাল ও তার ছেলেরা মিলে প্রতিদিন ফয়জাবাদ চা বাগানের নতুন কোয়ার্টার এলাকায় জোরপূর্বক গরু পড়াতে যায়, বাগানে গরু পড়াতে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকায় আমি তাদেরকে গরু পড়াতে নিষেধ করলে, আব্দুল আলী বাগাল ও তার ছেলেরা আমার উপর সন্ত্রাসী হামলা চালায়, তারা আমাকে দাউ দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে ফেলে চলে যায়,পরে আমার সহযোগী পাহারাদারা সেখান থেকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে আনে ভর্তি করেন।