টেকনো সিরিজের নতুন ফোন ‘স্পার্ক৪ লাইট’

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

টেকনো সিরিজের নতুন ফোন ‘স্পার্ক৪ লাইট’

 ডেস্ক
টেকনো স্পার্ক সিরিজের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৪ লাইট’ বাজারে এসেছে। এতে বড় স্ক্রিন, দীর্ঘস্থায়ী ব্যাটারি, ৬ দশমিক ৫২ ইঞ্চি ডট নচ স্ক্রিন রয়েছে। ব্যবহারকারীরা সিনেমা দেখা, গেম খেলা বা ডিভাইসে ইন্টারনেট ব্রাউজে বিশেষত্ব উপভোগ করতে পারবেন। এতে আরও রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি।

টেকনো স্পার্ক৪ লাইটের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ডুয়াল ফ্ল্যাশলাইট ব্যবহার করা হয়েছে। পেছনের ক্যামেরায় রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। আরও আছে এ২২ কোয়াড-কোর প্রসেসর, ৩ গিগা র‌্যাম, ১৬ গিগা স্টোরেজ (১২৮ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে)।

Spread the love