প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে সদর ইউনিয়নের ধীতপুরস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত ‘২৩তম ক্রিকেট লীগ’ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে লীগের ফাইনাল খেলায় মুহিন এন্ড মুহিত স্পোটিং ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জুবেল এন্ড জুয়েল স্পোটিং ক্লাব। খেলা শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম।
লীগের সেরা খেলোয়ার ও সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হিসেবে মুহিন এন্ড মুহিত স্পোটিং ক্লাবের শিবলু আহমদ, সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে একই ক্লাবের মুহিত আহমদ এবং ম্যান অব দ্যা ফাইনাল হিসেবে জুবেল এন্ড জুয়েল স্পোটিং ক্লাবের তুহিন আহমদ নির্বাচিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের জন্য আমাদের সবাইকে সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপগুলো বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ সকলের সার্বিক সহযোগীতায় ঐক্যবদ্ধভাবে হৃদয় দিয়ে কাজ করলে সফলতা আসবেই। আর খেলাধুলা ও সংস্কৃতি চর্চ্চা সমাজ থেকে মাদক-জঙ্গীবাদ-সন্ত্রাসসহ সকল অপরাধ দূর করে সমাজকে সুন্দর ভাবে গড়ে তুলতে কাজ করে। তাই আমাদের সবাইকে নিজি নিজ অবস্থান থেকে খেলাধুলা ও সংস্কৃতি চর্চ্চার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে। কারণ খেলোয়াড় বা সংস্কৃতি ব্যক্তিরা নিজেকে অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত করেন না।
বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রুহেল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম তুহেমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, উপজেলা আওয়ামী লীগের সহহ সভাপতি জবেদুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাবেক সহ প্রচার সম্পাদক বশির আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, যুক্তরাজ্য যুবলীগ নেতা সুরত খান বাবুল। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি শামসুল ইসলাম মোমিন।
বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব সুনু মিয়ার সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত লীগের সমাপনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহনুর হোসাইন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবদুর রউফ, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি ছাদ উদ্দিন, প্রবাসী কমিউনিটি নেতা মুমিন খান মুন্না, যুবলীগ নেতা আবদুল আহাদ, ইকবাল হোসেন, ফরহাদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহবুব হোসেন মাছুম, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নোমান আহমদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, আম্পায়ার প্রতিনিধি নাইম আহমদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।