সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
তিন বছর আগের কথা। তখনও খুব জাঙ্ক ফুড খেতেন যুক্তরাজ্যের বাসিন্দা জেন আটকিন। ফলে স্বাভাবিকের থেকে অনেক বেশি ওজন। এতে করে তাকে বেশ দৃষ্টিকটু দেখাতো। এর ফলে প্রেমিকের সঙ্গে সম্পর্ক এবং বিয়ে-দুটিই ভেঙে যায় তার। সম্প্রতি, সেই তিনিই জিতে নিলেন গ্রেট ব্রিটেন সুন্দরীর শিরোপা।
আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, প্রেমিক বিয়ে করতে অস্বীকৃতি জানানোর পর খুব কষ্ট পেয়েছিলেন জেন। সেই শুরু। এরপর ওজন ঝরাতে জিমে ভর্তি হন। ডায়েট মেনে শুরু করেন খাওয়া-দাওয়া। দুই বছরের অক্লান্ত পরিশ্রমের পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই চিনতে পারেননি জেন। তারপর নাম দেন গ্রেট ব্রিটেন সৌন্দর্য প্রতিযোগিতায়। এবার ছিনিয়ে নিলেন সেরার মুকুটও।
ইংলন্ডের লেস্টার শহরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জিতে জেনার উচ্ছ্বসিত মন্তব্য, “আমি এখনও আমার জয় নিয়ে অবাক হই। ভাষায় বোঝাতে পারছি না আমি কত খুশি। আজ যেন সব অপমানের জবাব দেওয়া হল।”
জেন আরও বলেন, “মিস গ্রেট ব্রিটেন শিরোপা জয়ের সঙ্গে সঙ্গে আমার জীবন অনেকটাই বদলেছে। যদিও আমি ভেতরে ভেতরে একই আছি। আমার জেদই আমাকে আজ এই জায়গায় পৌঁছে দিয়েছে।”