সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০
স্টাফ রিপোর্টারঃঃ
সুনামগঞ্জের তাহিরপুরে কুপিয়ে যুবককে খুনের ঘটনার মূল ঘাতক চাচাতো ভাই আব্দুল কাদিরকে আটক করেছে পুলিশ। ঘটনার ১২ ঘন্টার মধ্যে তাহিরপুর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ১ টার দিকে তাহিরপুর সীমান্তবর্তী বারেকটিলা থেকে তাকে আটক করে।
ঘাতক কাদির উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের টেকেরগাও গ্রামের মৃত নবীকুলের ছেলে।
প্রসঙ্গত, তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের টেকেরগাওঁ গ্রামের নাসির উদ্দিন ও তার ভাতিজা গোলাম কাদিরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একে অপরের বিরুদ্ধে মামলা মোকাদ্দমাও চলছে।
মঙ্গলবার সকালে নাছির উদ্দিন ও তার ছেলে শহীদ নুর বাজার থেকে বাড়িতে ফেরার পথে হঠাৎ বোজাং (ধারালো অস্ত্র) নিয়ে গোলাম কাদিরের নেতৃত্বে তার সঙ্গীরা চাচা নাসির উদ্দিন ও চাচাতো ভাই শহীদ নুরের উপর অতর্কিত হামলা চালায়। এতে বাবা ও ছেলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পরে থাকে। এক পর্যায়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শহীদ নুরকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ নুরের পিতা নাছির উদ্দিনক দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত খুন হওয়া শহীদ নূরের পিতা নাসির উদ্দিন উসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, শহীদ নূরের খুনের ঘটনায় মূল ঘাতক কাদিরকে পুলিশ দ্রুত সময়ের মধ্যেই আটক করেছে। এ বিষয়ে এখনও থানায় মামলা হয়নি, তবে মামলার প্রস্ততি চলছে।