সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে ১৭ মার্চ মুজিব বর্ষ ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের এক প্রস্তুতি সভা মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভুমি) তাপস শীল, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা শফিউর রহমান, খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, বাউবির উপ পরিচালক সিদ্দিকুর রহমান, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, ছাতক পৌরসভার সচিব আবুজর গিফারী, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মইন উদ্দিন, ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মইনুল হুসেন চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, আমার বাড়ি আমার খামারের কর্মকর্তা জুলকার নাইন, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জাকির আহমদ, প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, ছাতক থানার এসআই মহাদেব, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সোয়েব আহমদ, প্রানী সম্পদ অফিসের সুমন আচার্য্য, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম, সহ-তথ্য আপা আকলিমা বেগম, উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল হক, শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অজিত দাস, ক্যাশিয়ার মুকুল দে প্রমুখ।