সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০
স্টাফ রিপোর্টারঃঃ
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুবাই প্রবাসী এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২৯ ফেব্রুয়ারি তিনি দুবাই থেকে দেশে এসেছেন। ওই যুবক সিলেটের কানাইঘাট উপজেলার সুতারগ্রামের বাসিন্দা।
গতকাল বুধবার রাত ১১টার দিকে অসুস্থ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যান স্বজনরা। পরে সেখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে সন্দেহ হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, বুধবার রাতে ওই যুবক সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাকে ওসমানী হাসপাতালে রেফার করা হয়। সিলেট ওসমানী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করেন এবং তার সমস্যাগুলোর কথা শোনেন, যেগুলো করোনাভাইরাসের আক্রান্ত রোগীর সবগুলো লক্ষণের সঙ্গে মিলে যায়।
তখন চিকিৎসকরা ওই যুবককে ঢাকায় যেতে বলেন। কিন্তু তিনি ঢাকায় যেতে না চাওয়ায় জেলা প্রশাসনের নির্দেশে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ওই ওয়ার্ডে তার সঙ্গে শুধু তার বৃদ্ধ মা রয়েছেন।
এদিকে, শামসুদ্দিন হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে রোগী ভর্তির খবর পেয়ে সেখানে অবস্থান নিয়েছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টা থেকে অন্যান্য চিকিৎসাধীন রোগীর স্বজন ব্যতীত কাউকে হাসপাতালের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
জানতে চাইলে হাসপাতালের চিকিৎসক সুশান্ত কুমার মহাপাত্র জানান, এখনো আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। সন্দেহের কারণেই এক যুবককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।