স্বেচ্ছায় সঙ্গনিরোধ নিয়ে নতুন পরিকল্পনা জনসনের

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২২

স্বেচ্ছায় সঙ্গনিরোধ নিয়ে নতুন পরিকল্পনা জনসনের

আন্তর্জাতিক ডেস্কঃঃ

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে সংক্রমিত হলে স্বেচ্ছায় সঙ্গনিরোধের বাধ্যতামূলক আইন নিয়ে নতুন পরিকল্পনা করছেন।
স্থানীয় সময় গতকাল রোববার টেলিগ্রাফের খবরে জানা যায়, করোনাভাইরাসে সংক্রমিত হলে স্বেচ্ছায় সঙ্গনিরোধে যাওয়ার জন্য কোনো আইনি বাধ্যবাধকতা না রাখার পরিকল্পনা করছে যুক্তরাজ্যের সরকার।

 

বরিস জনসন করোনাভাইরাস নিয়ে জরুরি আইন স্থায়ীভাবে প্রত্যাহার করতে চান। তিনি আরও বলেন, এ ব্যাপারে সরকারি নির্দেশনা থাকবে। তবে জরিমানা বা আইনগত শাস্তিমূলক ব্যবস্থাকে কম গুরুত্ব দেওয়া হবে।

 

টেলিগ্রাফের ওই প্রতিবেদনে আরও বলা হয়, বসন্তকালের শুরুর দিকে এ বিষয়ে ঘোষণা আসতে পারে।গত সপ্তাহে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ করোনা পরীক্ষায় দুবার নেগেটিভ ফল এলে স্বেচ্ছায় সঙ্গনিরোধ সাত দিন থেকে কমিয়ে পাঁচ দিন করা হবে বলে ঘোষণা দেন।

 

Spread the love