সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০
ক্রীড়া প্রতিবেদক/সিলেটঃঃ
সিলেটের মাঠে অবশেষে থেমেছে বৃষ্টি। বৃষ্টি থামার পর শুরু হওয়ার প্রক্রিয়ায় আছে খেলা। তবে ম্যাচের দৈর্ঘ্য ৫০ ওভার থেকে ৭ ওভার কমে ৪৩ ওভারে নেমে এসেছে।
শুক্রবার বেলা ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ-জিম্বাবুয়ের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। আগের ম্যাচ দুটি জিতে বাংলাদেশ এগিয়ে আছে ২-০ ব্যবধানে। আজকের ম্যাচই মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বের শেষ ম্যাচ। বাংলাদেশ ৩৩.২ ওভারে ১৮২ রান তোলার পর বৃষ্টির বাগড়ায় বন্ধ হয়ে যায় খেলা। বিকাল ৪টা ৬ মিনিটে শুরু হয় বৃষ্টি।
দেড় ঘন্টার বেশি সময় পর থামে বৃষ্টি। এরপর আরো বেশ কিছুক্ষণ মাঠ পরিচর্যা করা হয়। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে খেলা শুরুর ক্ষণ নির্ধারণ করা হয়েছে। লিটন ১০২ ও তামিম ৭৯ রান নিয়ে পুনরায় ব্যাটিং শুরু করবেন।