সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। ৫ মার্চ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও আইডিয়াল স্কুল এন্ড কলেজে সততা স্টোর উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসির আরাফাত।
সততা স্টোর উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক আবদুল বাতেন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসির আরাফাত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়, কলেজ গভর্নিংবডির সভাপতি রফিক মিয়া, সাবেক সভাপতি আলাল হোসেন রানা প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও শিক্ষক/শিক্ষিার্থীরা উপস্থিত ছিলেন।