এই ইভেন্টে ফাইনালে উঠেছে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। ফাইনালে ওঠার পথে ইন্দোনেশিয়া করেছে ৬২৭.৫ পয়েন্ট। আর সিঙ্গাপুরের স্কোর ৬২২.৫। এদিকে এয়ার পিস্তলের মিশ্র ইভেন্টের সেমিফাইনাল থেকে বাদ পড়েছে বাংলাদেশ-১ দল। এই দলে অংশ নেন শাকিল আহমেদ ও আনজিলা আমজাদ।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাইফেল ইভেন্টে বাংলাদেশের সাফল্য–খরা দীর্ঘদিনের। ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে অভিমানে রাইফেলের সুইডিশ কোচ ক্লাভস ক্রিস্টিয়েনসেন ২০১৮ সালে চাকরি ছেড়ে চলে যাওয়ার পর থেকে সেভাবে কোনো সাফল্য আসছিল না রাইফেলে।
এই ইভেন্টের জন্য এত দিন স্থানীয় কোচদের ওপরই ভরসা করেছিল বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। তবে গত মাসে কোচ হিসেবে ইরান থেকে আনা হয়েছে মোহাম্মদ জায়ের রেজাইকে। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পাওয়া এই কোচের অধীন এক মাসের অনুশীলনেই সুফল পেতে শুরু করেছেন বাংলাদেশের শুটাররা