সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০
জেলা প্রতিনিধি/ সুনামগঞ্জঃ
সুনামগঞ্জে জলমহাল দ্বন্ধে বড়ধই বিলে এক যুবক খুন হয়েছেন। নিহত আলীম তালুকদার সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দরিয়াবাজ গ্রামের হানিফ খানের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তি ও জলমহাল নিয়ে স্থানীয় প্রভাবশালী ও বড়ধই বিলের মালিক পক্ষের সাথে বিরোধ চলে আসছিল আলীম তালুকদারের। শুক্রবার জোরপূর্বক আলীম তালুকদারের মালিকানাধীন বড়ধই বিলের হিঙ্গিদাইড় খাল শুকিয়ে মাছ ধরে নিয়ে যায় বড়ধই বিল তদারকিতে থাকা দরিয়াবাজ গ্রামের কয়েকজন লোক।
এ নিয়ে আলীম তালুকদারের সাথে বড়ধই বিলের মালিক পক্ষ ও গ্রামের কিছু লোকের সাথে বিরোধ বাঁধে। বিরোধ নিষ্পত্তি করতে শুক্রবার বিকালে আলীমেকে বড়ধই বিলের খলায় ডেকে নেয় স্থানীয়া। রাত ৮ টার দিকেিআত্বীয়-স্বজনরা রক্তাক্ত অবস্থায় বিল এলাকা থেকে আলীমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাথে সাথে আলীমকে সিলেট ওসমানি মেডিকেলে রেফার করেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। সিলেট ওসমানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭ টায় তার মৃত্যু হয়।
নিহতের তালুকাদারের ভাই করম আলী বলেন, দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তি ও বিল নিয়ে গ্রামবাসী ও বড়ধই বিলের মালিক পক্ষের সাথে বিরোধ চলছিল আমার ভাই আলীম তালুকদারের। প্রায় সময় তাকে হত্যার হুমকি দেয়া হতো। এ নিয়ে আদালতে মামলাও করেছেন তিনি।
শক্রবার রাতে বড়ধই বিলে ডেকে নিয়ে নিশংষভাবে মারধোর করা হয়েছে। শনিবার সকালে সিলেট ওসমানী মেডিকেলে মৃত্যবরণ করেছে সে। বড়ধই বিলের মালিক পক্ষ ভাই আলীম তালুকদারকে হত্যা করেছে বলে দাবি তার। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের গ্রেফতারের আওতায় আনার দাবি করেন তিনি।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সহিদুর রহমান বলেন, বিল সংক্রান্ত বিরোধের জেরে বড়ধই বিলে আলীম তালুকদার গুরুত্বর আহত হলে চিকিৎসাধিন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। জড়িতদের গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি বলে জানান তিনি।