সিলেট ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ( ৭ মার্চ) উপজেলা প্রসাশনের সম্মেলনকক্ষে সকাল ১০ টায় আয়োজিত এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ তাহমিনা আক্তার।
উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহসভাপতি আব্দাল মিয়া, সাধারণ সম্পাদক, আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুগ্ন সাধারণ সম্পাদক অনোরদয় পাল ঝলক, সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, তাজপুর ডিগ্রী কলেজের প্রভাষক সুশান্ত দেব নাথ শান্ত, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হক, মোহাম্মদ নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেলেনা বেগম চৌধুরী, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া।
সভায় বক্তব্যে বক্তারা বলেন, ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চে জাতির পিতা বঙ্গবন্ধুর দেয়া ভাষণটি ছিলো অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে একটি অগ্নিস্ফুলিঙ্গ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই স্বাধীনতার ঘোষক ও স্থপতি। বর্তমান প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে এবং চর্চা করতে হবে। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন শাখার কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।