নারী দিবসে ৭ নারীর হাতে মোদির সোশ্যাল মিডিয়া

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

নারী দিবসে ৭ নারীর হাতে মোদির সোশ্যাল মিডিয়া

আন্তর্জাতিক ডেস্কঃঃ

আন্তর্জাতিক নারী দিবসে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সাতজন নারীকে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার সকালে এক টুইটে তিনি নিজেই এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টগুলোর মাধ্যমে ওই নারীরা তাদের জীবনযাত্রার কথা শেয়ার করবেন।

 

টুইটে নরেন্দ্র মোদি জানান, তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থেকে বেরিয়ে এসেছেন এবং এগুলো দিয়ে দিচ্ছেন সাত নারীকে। আন্তর্জাতিক নারী দিবসে তারা তাদের জীবনযাত্রার কথা শেয়ার করবেন ওই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে।

 

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত সোমবার টুইট করে সোশ্যাল মিডিয়াকে চমকে দেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জানান, তিনি তার টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব অ্যাকাউন্ট ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন।

 

অবশ্য তার এই টুইটের পর থেকে শুরু হয় জল্পনা। এর পরের দিন প্রধানমন্ত্রী জানান, তিনি আন্তর্জাতিক নারী দিবসের দিন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ছেড়ে দেবেন সেই নারীদের, যাদের জীবন ও কাজ তাকে উদ্দীপিত করেছে।

 

রোববার টুইটে মোদি বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমরা আমাদের নারীশক্তির উদ্দীপনা ও সাফল্যকে সালাম জানাই। যেমন ক’দিন আগে বলেছিলাম সেভাবেই আমি সাইন অফ করলাম। সারাদিন ধরে সাতজন নারী অর্জনকারীরা নিজেদের জীবনযাত্রার কথা শেয়ার করবেন ও হয়তো আপনাদের সঙ্গে মতের আদানপ্রদানও করবেন আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে।

 

তিনি আরও লিখেন, ‘দেশের সব অংশেই অসামান্য সব নারী অর্জনকারী রয়েছেন ভারতে। এই নারীরা বিভিন্ন ক্ষেত্রে দারুণ কাজ করেছেন। তাদের লড়াই ও আকাঙ্ক্ষা লাখ লাখ মানুষকে উদ্দীপিত করছে। আসুন আমরা সেই সব নারীদের সাফল্যকে উদযাপন করি এবং তাদের থেকে শিখি।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031