কোয়ারেনটাইনে ৪ জন, আইসোলেশনে ৮ জন

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

কোয়ারেনটাইনে ৪ জন, আইসোলেশনে ৮ জন

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

 

করোনাভাইরাসের কারণে বাংলাদেশের চারজনকে কোয়ারেনটাইনে এবং আটজনকে আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

 

করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি ও স্বাস্থ্য সতর্কতা বিষয়ে আজ মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

 

ডা. ফ্লোরা বলেন, ‌‘গত ২৪ ঘণ্টায় আমরা আরও ৭ জনের নমুনা পরীক্ষা করেছি। তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাইনি। সব মিলিয়ে আমরা ১২৭ জনের নমুনা পরীক্ষা করেছি। এখন পর্যন্ত তিনজনের শরীরেই করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

 

এ সময় করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের অবস্থা সম্পর্কে প্রতিষ্ঠানটির পরিচালক বলেন, ‌‘বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের অবস্থা ভালো আছে।

 

এর আগে গত ৮ মার্চ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে জানানো হয়, দেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। পরে ৯ মার্চ সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী নেই।

Spread the love