সিলেট ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০
প্রতিনিধি/কমলগঞ্জঃঃ
মণিপুরি মুসলিম সম্প্রদায়ের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ও জীবন যান নিয়ে লেখা “মণিপুরি মুসলিম” গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়েছে শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৫টায় কমলগঞ্জের আদমপুরস্থ মনিপুরি কালচারেল কমপ্লেক্সে।
মণিপুরি মুসলিম সম্প্রদায়ের সন্তান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সিচব নুরুল ইসলামের সভাপতিত্বে হুমায়ূন রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে “মণিপুরি মুসলিম” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস।
বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন, লেখক গবেষক আহমদ সিরাজ, মণিপুরি মুসলিম লেখক ও গবেষক আব্দুস সামাদ, বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরামের সাধঅরণ সম্পাদক সমরজীৎ সিংহ ও সাংবাদিক মুজিবুর রহমান।
মোড়ক উন্মোচন শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুল হক (স্বপন)-এর লেখা মনিপুরি মুসলিম গ্রন্থের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচকরা বলেন, বইটির মধ্যে ফুটে উঠেছে মণিপুরি মুসলিম সম্প্রদায়ের ইতিহাস,ঐতিহ্য, সংস্কৃতি ও জীবন যাপনের কথা ফুটে উঠেছে।