হ্যান্ডশেকে বিসিবির ‘বাঁধা

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২০

হ্যান্ডশেকে বিসিবির ‘বাঁধা

ক্রীড়া প্রতিবেদকঃঃ

ক্রিকেট মাঠে দুই দলের খেলোয়াড়ই এক অপরের সঙ্গে হ্যান্ডশেক করেন। এটা কোনো নিয়মের মধ্যে না পড়লেও এই সৌজন্যতা চালু রয়েছে বহুদিন ধরে। কিন্তু বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করা করোনাভাইরাসের কারণে খেলাধুলাই বন্ধের পর্যায়ে। বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্ট, সিরিজ পর্যন্ত স্থগিত হচ্ছে। আর খেলা চলাকালীন এই ভাইরাস ঠেকাতে খেলোয়াড়দের বিভিন্ন সতর্কতামূলক নির্দেশনা দিচ্ছে সংশ্লিষ্ট অভিভাবক সংস্থাগুলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) একই পথে হাঁটছে। বিভিন্ন সতর্কতামূলক নির্দেশনা দেওয়ার পাশাপাশি হ্যান্ডশেক করতে নিরুৎসাহ করেছে বিসিবি।

 

আন্তর্জাতিক কোনো খেলা না থাকলেও কাল থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) জমজমাট আসর। এই লিগের স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা করার পর বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী হ্যান্ডশেকের ব্যাপারে নিরুৎসাহ করেন। আজ বিকেলে ডিপিএলের দলগুলোর সঙ্গে বসবে ক্রিকেট বোর্ড। সেখানে এ ব্যাপারে আরও বিস্তারিত বলে দেওয়া হবে।

 

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘এই করোনাভাইরাসের জন্য সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করছে বা যেসব মেডিকেল নির্দেশনা দিচ্ছে, আমরা ওগুলোতে একাত্মতা প্রকাশ করছি। কোনো খেলোয়াড় বা কারো যদি ওরকম লক্ষণ দেখা দেয় তাহলে বিসিবির মেডিকেল টিম পরীক্ষা করাবে। হ্যান্ডশেকের যে প্রচলিত বিধান সেটা কীভাবে মিনিমাইজ করা যায় সেটা আমরা দেখছি। এটাতে আমরা অভ্যস্ত। এটার জন্য (হ্যান্ডশেক) নিরুৎসাহ করছি।

 

যদি করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা দেয় তাহলে যেন বিসিবিকে তাৎক্ষণিকভাবে জানানো হয়। বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমি বলছি না মেডিকেল টিম কাজ করবে। কারো যদি এরকম লক্ষণ দেখা দেয় তাহলে যেন জরুরি ভিত্তিতে আমাদের মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ করে। আমাদের প্রত্যেকটা মাঠেই ম্যানেজার আছেন, যারা আমাদের সঙ্গে সারাক্ষণই যোগাযোগ রাখেন বিভিন্ন বিষয় নিয়ে। এ ছাড়া স্ট্যান্ডার্ড মেডিকেল প্রটোকলতো ফলো করতেই হবে, এটা যেহেতু লিস্ট এ কম্পিটিশন।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728