ছাতকে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২২

১৩৭ Views

 প্রতিনিধি/ছাতকঃঃ
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি ছাতক উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে সম্মেলনের প্রথম অধিবেশনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হারুন রশিদ।

 

 

জেলা শাখার সাধারন সম্পাদক ও ছাতক উপজেলা শাখার সাবেক সভাপতি প্রনব দাস মিঠুর সভাপতিত্বে ও শিক্ষক নেতা পংকজ দত্তের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক দুলন তরফদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি বিবেকানন্দ দাস রান্টু, কেন্দ্রিয় ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইমাদ উদ্দিন মানিক, সুনামগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক সাইফুল আলম ডালিম, শিক্ষক নেতা জীবন কুমার চন্দ, লোকমান হোসেন নোমান।

 

 

সভায় স্বাগত বক্তব্য রাখেন, ছাতক উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সোহাগ। বক্তব্য রাখেন, শিক্ষক নেতা দুলাল কুমার হালদার, সঞ্জয় কর, মিতালী ভট্টচার্য্য, হুসাইন আহমদ সুমন, খালেছর রহমান মানিক, বাবুল মিয়া, মিঠুন দাস, রীতা আচার্য্য। সভায় বক্তরা বলেন, সহকারী শিক্ষকরা বিভিন্নভাবে নির্যাতিত-নিপীড়িত ও বঞ্চিত হয়ে আসছেন। নির্যাতন-নিপীড়ন থেকে মুক্তি এবং অধিকার আদায়ে শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকা একান্ত প্রয়োজন। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় করতে হবে। তারা আরো বলেন, পাঠদানের ব্রত নিয়ে যারাই এ পেশায় এসছেন তারাই সবাই শিক্ষক নামে পরিচিত। বিভিন্ন একাডেমিতে শিক্ষকদের বিভিন্ন মর্যাদায় নামকরন করা হয়।

 

 

পাশাপাশি একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য একজন প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালন করে থাকেন। মুলতঃ সবাই পাঠদানে ব্রত নিয়ে শিক্ষকতা পেশায় আসা হয়েছে। এ ক্ষেত্রে সহকারীদের সাথে বৈষম্যমুলক আচরণ সহ্য করা হবে না। শিক্ষক ও শিক্ষার কল্যাণে কাজ করার জন্য নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান বক্তারা। দ্বিতীয় অরিবেশনে প্রনব দাস মিঠুকে সভাপতি, আনোয়ার হোসেন সোহাগকে সাধারন সম্পাদক ও মাওলানা ইমাদ উদ্দিন মানিককে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি ছাতক উপজেলা শাখার কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি।

 

 

অধিবেশন শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক মোস্তাফিজুর রহমান, পবিত্র গীতা পাঠ করেন শিক্ষক প্রনব চক্রবর্ত্তী। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি জীবন কুমার চন্দ, সহ সভাপতি নিজাম উদ্দিন, নুরুল আমিন শাহনুর, পংকজ দত্ত, আক্তার হোসেন, বিপ্রেশ চন্দ, বাবুল মিয়া, সুরঞ্জিত দাস, পিংকু দাস, হেমেন্দ্র কুমার দাস, মিতালী ভট্টাচার্য্য, জমিলা খাতুন, রীতা রানী আচার্য্য, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইদুল আলম ডালিম, যুগ্ম সাধারন সম্পাদক খলিলুর রহমান মানিক, বিজয় ভুষন দাস, আবু সালেহ নোমান, পরিতোষ পুরকায়স্থ, হুসাইন আহমদ সুমন, দুলাল হালদার, আবু সাইদ, সুধাংশু শেখর দাস, জুয়েল আহমদ, শাহনাজ বেগম মুনা, সহ সম্পাদক মফিজুর রহমান, খালেদ আহমদ মামুন, সিরাজ উদ্দিন, তাজুল ইসলাম, ফাতেমা বেগম, প্রিয়াংকা দেব, সহ সাংগঠনিক সম্পাদক আবু তাহের, কবির আহমদ, রফিকুল হক, ফয়ছল আহমদ, দুলাল আহমদ, শামছুন্নাহার ঝর্ণা, অর্থ সম্পাদক বসু মালাকার, সহ অর্থ সম্পাদক মিন্টু ঋষি, মহিলা সম্পাদক হেপী রানী পাল, সহ মহিলা সম্পাদক তাহমিনা নাছরিন, দপ্তর সম্পাদক দিবাংশু দত্ত, সহ দপ্তর সম্পাদক রাজীব দাস, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় কর, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিত দাস, প্রচার সম্পাদক ছমির আলী, সহ প্রচার সম্পাদক মাহমুদ আলী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক নিরঞ্জন সরকার, সহ শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোছাদ্দিক আহমদ, সাংস্কৃতিক সম্পাদক স্মৃতি রানী দাস, সহ সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিত দেবনাথ, কাব বিষয়ক সম্পাদক হায়দার আলী, সহ কাব বিষয়ক সম্পাদক মঈন উদ্দিন আহমদ লিংকন, আইন বিষয়ক সম্পাদক নিশিকান্ত নাগ, সহ আইন বিষয়ক সম্পাদক মঈন উদ্দিন, ক্রিড়া সম্পাদক নির্মল পুরকায়স্থ, সহ ক্রিড়া সম্পাদক মিথুন দাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহবাজ উদ্দিন, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক শিবব্রত চক্রবর্ত্তী, শিক্ষা সফর বিষয়ক সম্পাদক মিছবাহ উদ্দিন, সহ শিক্ষা সফর বিষয়ক বারেন্দ্র দেবনাথ, সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক জিল্লুল হক জিলু/ ফয়জুর রহমান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, ধর্ম বিষয়ক সম্পাদক আতিক উল্লাহ, সহ ধর্ম বিষয়ক প্রনব চক্রবর্ত্তী, পরিবেশ বিষয়ক সম্পাদক সোলেয়মান হক, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, আর্ন্তজাতিক বিসয়ক সম্পাদক শাওন চন্দ, সহ আর্ন্তজাতিক বিসয়ক সম্পাদক হারান দাস, কার্যকরী সদস্য সেলিম আহমদ, অমিতাভ রায়, আব্দুল গাফফার, আবু তাহের, মাছুম বিল্লাহ, মানিক মিয়া, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, কবির আহমদ, নিবারন দাস, সুনির্মল দেবনাথ, পরেশ চন্দ্র দাস, বিভাষ দেব ও কবির আহমদ।

Spread the love

Follow us

আর্কাইভ

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031