সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০
বিনোদন ডেস্কঃঃ
কিংবদন্তি অভিনেত্রী কবরী তার পরিচালিত দ্বিতীয় ছবি ‘এই তুমি সেই তুমি’র জন্য বেশ কিছুদিন ধরে নতুন মুখ খুঁজছিলেন। নায়িকার বিষয়ে শোবিজ অঙ্গনের বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেছেন তিনি। নিয়েছেন কয়েকজন তরুণীর সাক্ষাৎকারও। অবশেষে নায়িক খুঁজে পেলেন কিংবদন্তি এই অভিনেত্রী।এই তুমি সেই তুমি’র নায়িকা হিসেবে ২০১৮ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’খ্যাত সুন্দরী নিশাত নাওয়ার সালওয়াকে বেছে নিয়েছেন তিনি।
কবরী বলেন, ‘গল্পের সঙ্গে মানায় এমন পরিপাটি এক মুখ চাচ্ছিলাম। সালওয়াকে দেখে মনে হয়েছে, ও আমার ছবির জন্য উপযুক্ত। এজন্য ওকে নিয়েছি।তিনি আরও জানান, সরকারি অনুদানের ‘এই তুমি সেই তুমি’ ছবির শুটিং আগামীকাল থেকে শুরু হবে।এদিকে, কবরীর দ্বিতীয় ছবিতে কাজের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছেন সালওয়া। তিনি বলেন, ‘এত বড় একজন শিল্পীর ছবিতে অভিনয়ের সুযোগ পাব, সেটা ভাবিনি।
গত সপ্তাহে কবরী ম্যামের সঙ্গে ছবির বিষয়ে আলাপ হয়েছে। একদিন তার বাসায় গ্রুমিংয়েও অংশ নিয়েছি। প্রায় দুই ঘণ্টা তিনি আমাকে অভিনয়ের নানাদিক বুঝিয়েছেন। নিজেকে খুব লাকি মনে হচ্ছে।এই তুমি সেই তুমি’ ছবিতে সালওয়ার নায়ক হিসেবে থাকছেন রিয়াদ রায়হান। যিনি ২০১৪ সালে চ্যানেল আই আয়োজিত রিয়্যালিটি শো ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন।
এই তুমি সেই তুমি’ পরিচালনার পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ কবরীর। ছবির সংগীত পরিচালক বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন।উল্লেখ্য, নিশাত নাওয়ার সালওয়া ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’র প্রথম রানারআপ। এর আগে, প্রতিযোগিতা থেকে বের হয়ে তিনি অভিনয় করেন একটি ছবিতে। এছাড়াও সালওয়াকে দেখা গেছে কয়েকটি গানের ভিডিওতে।