বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাসায়েখ পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে ১৭ মার্চ বুধবার রাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সিলেটের আম্বর খানা হজরত শাহজালাল রহমত উল্লা আলাইহি মাজার সংলগ্ন হোটেল কোরেশী ককনফারেন্স হল রুমে এ বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাসায়েখ পরিষদের সিলেট মহানগর শাখার সভাপতি আবদুল আউয়াল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত স্বাধীনতার স্বপক্ষের উলামা-মাশায়েখদের নিয়ে গঠিত বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী।
প্রধান আলোচক ছিলেন, আলহাজ্ব হজরত মাওলানা এম এ মোছাব্বির। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট লিডিং ইউনিভার্সিটি প্রভাষক ফজলে এলাহী মামুন, বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাসায়েখ পরিষদ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আহমদ আলী হেলালী,বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাসায়েখ পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি কারী মাওলানা মিনহাজ উদ্দিন। বিজ্ঞপ্তি