করোনা পরীক্ষায় আরও ২ হাজার কিট আনা হয়েছে

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০

করোনা পরীক্ষায় আরও ২ হাজার কিট আনা হয়েছে

লন্ডন বাংলা ডেস্কঃঃ

বিশ্বের অন্যান্য দেশের মতো করোনাভাইরাস থাবা বসিয়েছে বাংলাদেশেও। দেশে এ পর্যন্ত ১৭ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। মরণঘাতী এ ভাইরাস শনাক্তে আজ বৃহস্পতিবার দেশে আরও দুই হাজার কিট আনা হয়েছে।আজ বৃহস্পতিবার আইইডিসিআরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. অধ্যাপক আবুল কালাম আজাদ। করোনাভাইরাস শনাক্তে এক লাখ কিট আনা হচ্ছে বলেও জানান তিনি।

 

কিটগুলো কবে দেশে আসবে- সাংবাদিকদের এমন এক প্রশ্নে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘আজ দুই হাজার কিট এসেছে।’প্রেস ব্রিফিংয়ে আবুল কালাম আজাদ জানান, গত ২৪ ঘণ্টায় ‌নতুন করে আক্রান্ত তিনজনই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। আক্রান্ত ওই নারীর বয়স ২২ বছর। পুরুষ দুজনের বয়স যথাক্রমে ৬৫ ও ৩২ বছর। আক্রান্তদের পরিবারের একজন ইতালি ফেরত।

 

তিনি জানান, এখন পর্যন্ত আইসোলেশনে রয়েছেন ১৯ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৪৩ জন। সুস্থ হয়েছেন তিনজন।তবে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা একজনই বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। গতকাল বুধবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। করোনাভাইরাস নিয়ে আইইডিসিআরের হটলাইনে এখন পর্যন্ত মোট ২ লাখ ২৮ হাজার ৮৩৮ জন সেবা নিয়েছেন বলেও জানান আবুল কালাম আজাদ।

Spread the love