মদসহ মাদক ব্যবসায়ীকে র‌্যাব খাঁচায়

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০

মদসহ মাদক ব্যবসায়ীকে র‌্যাব খাঁচায়

স্টাফ রিপোর্টারঃঃ
১৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। গত মঙ্গলবার সিলেট ক্যাম্প র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১১টা ৩০ মিনিটের সময় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করেন। অভিযানে এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানাধীন ওসমানী বিমান বন্দর রোডের চৌকিদেখী এলাকাস্থ মেসার্স উত্তরা পেট্রোলিয়ামের সামনের পাকা রাস্তার উপর থেকে ১৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব- ৯।

 

গ্রেফতারকৃতরা হলেন, সিলেট এয়ারপোর্ট থানার সাক্কাতুরা চা বাগান গ্রামের মৃত বিধু নায়েক এর পুত্র বাবুল নায়েক (৬০)। পরে আটকৃতদের আলামত সহ এসএমপির এয়ারপোট থানায় হন্তান্তর করা হয়েছে। এ জানিয়েন, সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার সোঃ সামিউল আলম।

Spread the love

আর্কাইভ

December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031