নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে বৃহস্পতিবার বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা ও মূল্য তালিকা না থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় উপজেলা সদরের নতুন বাজারের পারভীন ষ্টোরকে ৫হাজার টাকা এবং দিলোয়ার ষ্টোরকে ১হাজার টাকা জরিমানা করা হয়।