সিলেট ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃঃ
উড়ছিল যুক্তরাষ্ট্রের একটি উড়োজাহাজ। হঠাৎই উড়োজাহাজটি ১৫ হাজার ফুট নিচে নেমে যায়। আর পুরো ঘটনাটি ঘটে মাত্র তিন মিনিটে। এখানেই শেষ নয়। উড়োজাহাজটি ১১ মিনিটের মধ্যে প্রায় ২০ হাজার ফুট নিচে নেমে যায়।
ফক্স নিউজের খবর বলছে, আমেরিকান এয়ারলাইনসের ওই উড়োজাহাজটি ফ্লোরিডার দিকে যাচ্ছিল। নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লট এলাকা থেকে উড়োজাহাজটি যাচ্ছিল ফ্লোরিডা অঙ্গরাজ্যের গেইনেসভিলের দিকে।
ভয়ংকর ঘটনাটি ঘটার আগে অবশ্য উড়োজাহাজ কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করেছিল। ফ্লাইটের যাত্রী ও ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যারিসন হোভ সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়ংকর এই অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি বলেছেন, ‘পুরো ঘটনাটি ছিল ভয়ংকর।’ তিনি আরও বলেছেন, ‘উড়োজাহাজটি নেমে আসার সময়কার যে ছবি তিনি পোস্ট করেছেন, তাতে তো পোড়া গন্ধ, কানফাটা শব্দ শোনা যায়নি।
ফ্লাইট অ্যাওয়ারের তথ্য বলছে, ১১ মিনিটে উড়োজাহাজটি প্রায় ২০ হাজার ফুট নিচে নেমে আসে। যাত্রা শুরুর ৪৩ মিনিট পর ছয় মিনিটেরও কম সময়ের মধ্যে উড়োজাহাজটি ১৮ হাজার ৬০০ ফুট নিচে নেমে আসে।
হোভ আরেক টুইটে বলেছেন, যাত্রীরা যাতে বেশি অক্সিজেন পায়, সেই ব্যবস্থা সঙ্গে সঙ্গেই করা হয়েছিল। পুরো পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠেছিল। তবে কিছু সময় পরেই ঠিক হয়ে যায়।