সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃঃ
সৌদি আরবে নিখোঁজ মোহাম্মদ আলী নামে এক বাংলাদেশির খোঁজ পাচ্ছে না তার পরিবার। এক মাস পেরিয়ে গেলেও এখনো তার সন্ধান মেলেনি। তিনি আবাহা মাহাইল আছির প্রদেশে একটি দোকানে কাজ করতেন।
জানা যায়, গত ৩১ জুলাই রাতে তিনি দোকানের ভেতর কাজ করছিলেন। দোকান ও বাসা এক জায়গায় হওয়াতে সবাই মনে করে ছিলেন মোহাম্মদ আলী দোকানেই আছেন। কিন্তু পরদিন সকালে তার দোকানের কর্মচারীরা গিয়ে দেখেন দোকানের পেছনের দরজা খোলা। মোহাম্মদ আলী দোকানে নেই। এরপর থেকে তাকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না।
প্রতিবেশি মোহাম্মদ আলমগীর জানান, মোহাম্মদ আলী নিজেই চলে গেছেন না কি কেউ উঠিয়ে নিয়ে গেছে তা বলা যাচ্ছে না। তবে দোকানে তার মোবাইল পড়ে রয়েছে। এক মাস পেরিয়ে গেলও এখনো তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ মোহাম্মদ আলীর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুঠিবিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।