সিলেট ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩
বিনোদন ডেস্কঃঃ
দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু ২০০৩ সালে শুরু করে অভিনয় জীবনে একটি লম্বা সময় কাটিয়ে দিয়েছেন। তবে বিশ্বব্যাপী আলোচনা ও পরিচিতি পেয়েছেন সাম্প্রতিক সময়ে। ‘দ্য ফামিলি ম্যান’ ও ‘পুষ্পা’ ছবির আইটেম গানে পারফর্ম করেই পরিচিতির বিস্তৃতি তাঁর। এ ছাড়া তামিল হিরো নাগা চৈতন্যের সঙ্গে বিয়েবিচ্ছেদের পর মায়োসাইটিস বা পেশিপ্রদাহ রোগে ভুগছিলেন তিনি। এতদিন এসব নিয়েই খবরের শিরোনাম হয়েছেন দক্ষিণী এই সুন্দরী।
কিছুদিন আগে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণাও দিয়েছিলেন সামান্থা। এর রেশ না কাটতেই এখন রাজনীতি নিয়ে আলোচনায় এলেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শিগগিরই রাজনীতিতে যোগদান করছেন তিনি। সামান্থা বরাবরই তেলেঙ্গানার কৃষকদের পক্ষে দাঁড়িয়েছেন। সবশেষ ‘খুশি’ সিনেমায় অভিনয় করতে দেখা যায় সামান্থাকে। তেলেগু এ সিনেমায় অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগতভাবে ওই রাজ্যের গরিব কৃষকদের পাশেও দাঁড়াতে দেখা যায় তাঁকে। ওই রাজ্যের হাতে বোনা সুতির পোশাক ও শাড়ি প্রমোট করতে দেখা গেছে তাঁকে।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে তেলেঙ্গানা সরকারের বিভিন্ন কর্মসূচিতেও নিয়মিত অংশ নিতে দেখা যাচ্ছে সামান্থাকে। এ কারণেই তাঁর রাজনীতিতে আসার গুঞ্জন আরও জোরালো হয়ে উঠেছে মিডিয়ায়। যদিও এ বিষয়ে এখনও কিছু খোলাসা করে জানাননি সামান্থা। সম্প্রতি তিনি মায়োসাইটিসের চিকিৎসা করিয়ে ভারতে ফিরেছেন।
শারীরিক অবস্থা এখনও পুরোপুরি সুস্থ নয়। বেশ কয়েকটি সিনেমা হাতে রয়েছে দক্ষিণী এই অভিনেত্রীর। অভিনয় ক্যারিয়ার, শারীরিক অসুস্থতা সব সামলে আবার রাজনীতিতে কীভাবে সময় দেবেন অভিনেত্রী– তা এখনও প্রশ্নবিদ্ধ। তাই নেটিজেন আর সামান্থাভক্তরা মনে করছেন, সঠিক সময়েই জানা যাবে কোন দিকে মন দেবেন লাস্যময়ী এই দক্ষিণী অভিনেত্রী।