ফের ফারিণের কলকাতা মিশন

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৩

ফের ফারিণের কলকাতা মিশন
Spread the love

২৮ Views

বিনোদন ডেস্কঃঃ

দেশের টিভি নাটকের পরিচিত মুখ তাসনিয়া ফারিণ। ওটিটিতেও তাঁর অভিনয় জাদুতে মুগ্ধ দর্শক। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন কলকাতার সিনেমায়। সেখানে তাঁর অভিষেক হয়েছে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমায়। নির্মাতার ১০ নম্বর সিনেমাটি পশ্চিমবঙ্গের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ৩ ফেব্রুয়ারি। এতে ফারিণের অভিনয় বেশ প্রশংসিত হয়। আবারও এলো ঢাকার ফারিণের কলকাতা মিশনের খবর।

 

 

আমির খান প্রযোজিত ‘লাপতা লেডিস’খ্যাত চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামীর সিনেমায় নায়িকা হচ্ছেন এ তারকা অভিনেত্রী। খবরটি জানিয়েছেন নিজেই। ‘পাত্রী চাই’ শিরোনামে সিনেমায় ফারিণের নায়ক কলকাতার অভিনেতা অর্জুন চক্রবর্তী।  ফারিণ বলেন, ‘বিপ্লব গোস্বামী একজন গুণী চিত্রনাট্যকার। বলিউড অভিনেতা আমির খান তাঁর লেখারও একজন ভক্ত। এমন একজন মানুষের সিনেমায় কাজ করতে যাচ্ছি ভেবে ভালো লাগছে।

 

 

পুরুষতান্ত্রিক সমাজের ফাঁপা দম্ভকে নাড়িয়ে দেওয়ার গল্প নিয়ে এটি নির্মিত হবে। গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চাই না। এর আগে কলকাতার সিনেমায় আমি অভিনয় করেছি। দর্শকদের বেশ প্রশংসাও পেয়েছিলাম। আশা করছি, নতুন সিনেমাটিতেও দর্শক সাড়া মিলবে।’ সোশ্যাল স্যাটায়ারধর্মী গল্পের সিনেমাটিতে আরও রয়েছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতাশঙ্কর। দুর্গাপূজার পরই দৃশ্য ধারণ শুরু হবে। এটি প্রযোজনায় রয়েছে প্রমোদ ফিল্ম। গত ১১ আগস্ট নতুন জীবনে পা রেখেছেন ফারিণ। বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক শেখ রেজওয়ান রাফিদ আহমেদকে।

 

 

এরপর হানিমুন সারেন মালদ্বীপে। সেখান থেকে দেশে ফিরে শুটিংয়ে চলে যান অস্ট্রেলিয়ায়। ফিরেই নতুন কিছু কাজের ঘোষণা দেন। জানালেন, চরকি অরিজিনাল সিনেমা ‘পুনর্মিলন’-এ কাজ শেষ করেছেন। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন তারকা অভিনেতা সিয়াম আহমেদ। কাজিনদের বন্ধুত্বের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এটি শিগগিরই মুক্তি পাবে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে ফারিণ বলেন, “একসঙ্গে ভ্রমণে গেলে বন্ধুত্ব হয়, কর্মস্থলে-বিশ্ববিদ্যালয়ে বন্ধুত্ব হয়। তবে আরেক ধরনের বন্ধুত্বের গল্প খুব একটা দেখা হয় না, সেটা কাজিনদের বন্ধুত্বের গল্প।

 

 

এর আগে ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব সিনেমায় বন্ধুদের গল্পে অভিনয় করেছি। এটিও বন্ধুত্বের গল্প। তবে এর অ্যাঙ্গেলটি অন্য রকম। সময়োপযোগী একটি চরিত্রে অভিনয় করেছি। সব মিলিয়ে ভালো কিছু হবে– এ আশা করাই যায়।” ওয়েব সিনেমাটি ছাড়াও ফারিণের হাতে রয়েছে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’সহ বেশ কয়েকটি ওটিটির কাজ। কাজল আরেফিন অমির ‘অসময়’ নামে ওয়েব সিনেমায়ও অভিনয় করতে যাচ্ছেন তিনি। শিগগিরই এর শুটিং শুরু হবে। এটি ডিসেম্বরে উন্মুক্ত হবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে।


Spread the love

Follow us

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031