সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩
লন্ডন বাংলা ডেস্কঃঃ
উত্তরা, টঙ্গী, আশুলিয়া কিংবা গাজীপুর থেকে যেসব গাড়ি ঢাকার কেন্দ্রের দিকে প্রবেশ করত, সেগুলোর নিত্যদিনের সঙ্গী ছিল যানজট। বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত পৌঁছাতেই লেগে যেত দুই ঘণ্টার মতো। এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর বদলে গেছে সেই চিত্র। নতুন করে আজ এক্সপ্রেসওয়েতে বিআরটিসি বাস চলাচল শুরু হয়েছে। কল্পনা এখন বাস্তবে রূপ নিয়েছে, মাত্র ২০ মিনিটে ফার্মগেট থেকে বাসযাত্রীরা যাচ্ছেন বিমানবন্দরে।
প্রাথমিকভাবে আটটি বাস দিয়ে উত্তরা থেকে ফার্মগেটের খামারবাড়ি পর্যন্ত এই সার্ভিস শুরু হয়েছে। তবে যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলে গাড়ি বাড়ানো হবে বলে জানিয়েছেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লা নুরী। তিনি বলেন, ‘পূর্বে আমাদের যে ভাড়া ছিল এখানে সে ভাড়া থাকবে। আমাদের টোল দেওয়া লাগলেও আমরা ভাড়া বাড়াব না। ফার্মগেট থেকে বিমানবন্দর যে ভাড়া আছে সে ভাড়াই থাকবে।’ মোটরসাইকেল ও সিএনজি চলাচল প্রসঙ্গে তিনি বলেন, ‘সেতু কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে মোটরসাইকেল আপাতত চলবে না। পুরোপুরি চালু হওয়ার পর বিষয়টি ভেবে দেখা হবে।
পদ্মা সেতুতে প্রথমে দেওয়া হয়নি মোটরসাইকেল। পরে দেওয়া হয়েছে, অনেকেই পদ্মা সেতুতে উঠে ছবি তোলে, সেলফি নিচ্ছে, আমরা মানুষকে বারবার সতর্ক করছি। নিরাপত্তা বাহিনী বারবার সতর্ক করছে। মানুষের একটা আবেগ আছে, আর এটা তো এক্সপ্রেসওয়ে, এখানে দ্রুতগতিতে গাড়ি চলবে। মোটরসাইকেলের বিষয়ে সেতু কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’ এ রুটে দূরপাল্লার বাসসহ অন্যান্য আন্তঃজেলা বাসও চলাচলের অনুমতি আছে। পরীক্ষামূলক চলাচল শুরুর দিনে অন্যান্য বেসরকারি কোম্পানির কয়েকটি বাসও চলাচল করতে দেখা গেছে।
সে ক্ষেত্রে এসব বাস যেকোনও র্যাম্প দিয়ে নামতে পারবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে কেবল ফার্মগেট থেকে উত্তরা জসীমউদ্দিন রুটে যাত্রী পরিবহনে বিআরটিসি বিশেষ বাস সেবা চালু করেছে। প্রথম অবস্থায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যবহারে যাত্রীদের থেকে অতিরিক্ত কোনও ভাড়া নেওয়া হবে না। ফার্মগেট থেকে বিমানবন্দর অভিমুখে জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। এতে কিলোমিটার প্রতি ভাড়া হবে ২ টাকা ৪৫ পয়সা। ই-টিকিটিং-এর মাধ্যমে এই ভাড়া আদায় হবে। আপাতত বাস ভাড়ায় টোল যোগ না হওয়ায় এই ভাড়া নির্ধারণ করা হয়েছে।
পরবর্তী সময়ে টোল যোগ করে বাস ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছে বিআরটিসি কর্তৃপক্ষ। এদিকে দ্রুত গতির এই উড়াল সড়কে গণপরিবহন চালুর প্রথম দিনে যাত্রীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। এর আগে ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম অংশ বিমানবন্দরে এলাকার কাউলা থেকে ফার্মগেট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরের দিন সকাল থেকে দুই চাকা ও তিন চাকার যান ব্যতিত অনান্য চার চাকার যান চলাচল করছিল। তবে আজ প্রথমবারের মতো এই গণপরিবহন সেবা চালু করা হয়েছে।