সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩
আন্তর্জাতিক ডেস্কঃঃ
সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে এসে মো. নুরুল ইসলাম (৭৪) নামের এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত দশদিন ধরে তার কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। জানা যায়, গত ৭ সেপ্টেম্বর মিসফালাহ হোটেল থেকে মো. নুরুল ইসলাম আসরের নামাজ পড়তে বের হন।
এরপর থেকে তিনি আর হোটেলে ফিরেননি। নুরুল ইসলামের ছেলে জানান, ‘আমার বাবা ওমরাহ করতে গিয়ে গত ৭ সেপ্টেম্বর আসরের নামাজের সময় মক্কা নগরীর মিসফালাহ ইব্রাহিম খলিল রোডের হোটেল থেকে বের হয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
বয়স হওয়ায় তিনি সবকিছু মনে রাখতে পারেন না। কখনও মনে করতে পারেন কখনও ভুলে যান। তার পরনে সাদা পাঞ্জাবি আর লুঙ্গি ছিল। তিনি শুধু তার বাড়ির ঠিকানা কেরানীগঞ্জ বরিশুর বলতে পারেন।’ তিনি আরও বলেন, ‘কেউ যদি আমার বাবার খোঁজ পান তাহলে অবশ্যই +966 53 574 5926/ +306955802154 (WhatsApp/imo) এ নম্বরে জানানো জন্য অনুরোধ জানাচ্ছি।’