সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে ভুল তথ্য দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার গুরুত্বপূর্ণ বাজার গুলোতে মাইকিং করা হয়েছে। রবিবার সন্ধ্যার পর থেকে উপজেলার বাণিজ্যিক প্রান কেন্দ্র গোয়ালাবাজরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভূল তথ্য দিয়ে মাইকিং করা হয়। সেখানে বলা হয়েছে, করোনা ভাইরাস বিস্তার রোধে আগামী কাল সোমবার থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, খাবারে দোকান, ও ঔষধের দোকান ব্যতিত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্দ থাকবে।
গোয়ালাবাজারের ব্যবসায়ীরা এমন ভূল মাইকিংয়ে হতবাক হয়ে পড়েন। এমন মাইকিং শোনার পর উপজেলার একাধিক ব্যবসায়ীরা স্থানীয় সাংবাদিকদের কাছে ফোন করে সটিক তথ্য জানতে চান।
প্রকৃত পক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, খাবারে দোকান, ও ঔষধের দোকান ব্যতিত সকল ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭ পর বন্ধ রাখার ঘোষনা দিয়েছে ওসমানীনগর উপজেলা প্রশাসন। ভূল তথ্যের ভিত্তিতে, মাইকং করা হচ্ছে স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেছেন, করোনাভাইরাসের বিস্তার রোধে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, খাবারে দোকান, ও ঔষধের দোকান ব্যতিত সকল ব্যবসা প্রতিষ্ঠান আগামী কাল সোমবার সন্ধ্যা ৭ পর বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
সারা দিন সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে। ভূল তথ্যের মাইকিংয়ের বিষয়ে আমি গোয়ালাাবাজার ইউনিয়ন চেয়ারম্যানকে বলেছি। পুনরায় গোয়ালাবাজার এলাকায় সঠিক তথ্য দিয়ে মাইকিং করা হবে।