সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০
মিজানুর রহমান রুমান/ সুনামগঞ্জঃঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি শিলডোয়ার গ্রামে ধান খেত থেকে নিখোঁজের ৫দিন পর গৃহবধূর অর্ধগলিত লাশ ঊদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টারদিকে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ঊদ্ধার করে। নিহত গৃহবধুর নাম ললিতা বেগম (২৮)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি গ্রামের মরম আলীর স্ত্রী।
পুলিশ সুত্রে জানাযায়, গত ১৯ মার্চ রাতে ঐ গৃহবধূ পাশের বাড়িতে টেলিভিশন দেখে নিজ ঘরে ফেরার সময় তিনি নিখোঁজ হন। এই গৃহবধূ একই গ্রামের সবুজ মিয়া (২২) নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনায় নিহতের ভাই মোঃ সামছুল আলম বাদি হয়ে নিখোজের একদিন পর গত ২০ মার্চ বিশ্বম্ভরপুর থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন মোঃ সবুজ মিয়া সহ সহযোগী ফুলু মিয়া ও মোহাম্মদ আলী ।
এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ওসি মুাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩জনকে আটক করা হয় এবং লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।