সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০
বুলবুল আহমদ/ নবীগঞ্জঃঃ
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক আয়োজনে নিষেধাজ্ঞা অমান্য করায় এক কমিউনিটি সেন্টারে জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন অভিযান পরিচালনা করে উপজেলার কাজীর বাজার এলাকায় অবস্থিত ময়মনা কমিউনিটি সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
জানাযায়, উপজেলার কাজীরবাজার এলাকায় অবস্থিত ময়মনা কমিউনিটি সেন্টারে প্রায় ৩/৪ মাস পূর্বে পর্তুগাল ফেরত উপজেলার বাগাউরা গ্রামের বুলন মিয়া ও হরিনগর গ্রামের জনৈকা কনের বিবাহ অনুষ্ঠান হচ্ছে এমন খবর পায় প্রশাসন। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে পৌঁছার আগেই বর ও কনের পক্ষের লোকজন তাদের বিয়ের আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করে ঐ সেন্টার ত্যাগ করেন। কিন্তু কমিউনিটি সেন্টারে গিয়ে বিয়ের অনুষ্ঠানের আলামত পাওয়া যায়। পরে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে সেন্টারে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ময়মনা কমিউনিটি সেন্টারের মালিক আছকির মিয়ার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন কথা হলে তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এ অবস্থায় নবীগঞ্জের কাজীর বাজার ময়মনা কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছিলো। এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বর ও কনেকে পাওয়া যায়নি। পরে কমিউনিটি সেন্টারের মালিককে অর্থদ- প্রদান করে সতর্ক করে দেয়া হয়েছে যেন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এমন আয়োজন বন্ধ রাখার জন্য। এ ছাড়া ওই বর ও কনের পরিবারের নাম ঠিকানা সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান।