উপকূল স্পর্শ করল ঘূর্ণিঝড় ‘মিধিলি’

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৩

উপকূল স্পর্শ করল ঘূর্ণিঝড় ‘মিধিলি’

লন্ডন বাংলা ডেস্কঃঃ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’-এর অগ্রভাগ বাংলাদেশের উপকূল স্পর্শ করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যার মধ্যে এর অগ্রভাগ বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন আজ শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে বলেন, ঘূর্ণিঝড় ‘মিধিলি’-এর অগ্রভাগ বাংলাদেশের উপকূল স্পর্শ করেছে। এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে বাতাসের গতি এরই মধ্যেই বেড়ে গেছে। এটি আরও অগ্রসর হচ্ছে।

 

ঘূর্ণিঝড়ে বাতাসের গতি বাড়ছে। এ সম্পর্কে মনোয়ার হোসেন বলেন, ‘আগে এটি ১০-১৫ কিলোমিটার বেগে এগোচ্ছিল। এখন এর গতিবেগ ২৫-৩০ কিলোমিটার হয়ে গেছে। সন্ধ্যার মধ্যেই এর মূল অংশ খেপুপাড়ার দিকে আঘাত হানতে পারে।’

Spread the love