সিলেট ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩
লন্ডন বাংলা ডেস্কঃঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম দিনে এক হাজার ৭৪টি দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এর মধ্যে অনলাইনে সংগ্রহ করেছেন ১৪ জন। শনিবার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। এরপর দলীয় প্রধানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক।
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তারপর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের দলীয় কার্যালয় মনোনয়নপ্রত্যাশীদের জন্য উন্মুক্ত করা হয়।
এছাড়া দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, জাতীয় সংসদে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম চৌধুরী নাদেল, ঢাকা-১০, মাগুরা ১ ও ২ আসনে জাতীয় দলের ক্রিকেটার সাবিক আল হাসান, নরসিংদী-২ আসনে আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবির কাওছার, ঢাকা-৯ আসনে সাবের হোসেন চৌধুরী, পিরোজপুর- ১ আসনে শ ম রেজাউল করিম, কুমিল্লা-৭ আসনে ডা. প্রাণ গোপাল দত্ত, দিনাজপুর-২ আসনে খালিদ মাহমুদ চৌধুরী এবং ঢাকা-৬ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফিসহ অন্যরা।
প্রথম দিনে বিভাগভিত্তিক ফরম বিক্রির সংখ্যা:
সশরীরে ঢাকা বিভাগ থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেনে ২১৪ জন, চট্টগ্রাম বিভাগে ২০১ জন, সিলেট বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ১০৫ জন, বরিশাল বিভাগে ৭৫ জন, খুলনা বিভাগে ১২৫ জন, রংপুর বিভাগে ১০৯ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন। এছাড়া অনলাইনে সংগ্রহ করেছেন ১৪ জন। তারা কে কোন বিভাগ থেকে সংগ্রহ করেছেন সেই তথ্য জানা যায়নি। শনিবার থেকে শুরু হওয়া মনোনয়ন ফরম আগামী মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিক্রি ও জমা নেওয়া হবে।