মোহাম্মদ আব্দুল কুদ্দুছ,গোলাপগঞ্জঃ
সিলেটের গোলাপগঞ্জের ঘোগারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ২৬ জানুয়ারী রবিবার দুপুর ১২টায় বিদ্যালয় মাঠে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা বেগম, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক হাসান ইমাদ,পৌর কাউন্সিলর আব্দুল জলিল। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ও অভিবাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন, আমিনুল ইসলাম রাবেল বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলুধুলার মাধ্যমে শিশু মনের বিকাশ ঘটে। শিশুদের শুধু লেখাপড়ায় গুরুত্ব দিলে হবে না, পাশাপাশি তাদেরকে খেলাধুলায়ও উৎসাহিত করতে হবে। এতে তাদের শরীরচর্চার পাশাপাশি শিশুমনের বিকাশ সাধন হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ২শতাধিক শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এলবিএন/২৬-জ/ক/এস/৭০-০৭