সিলেট সীমান্তে এবার ৫ কোটি টাকার চোরাই মাল জব্দ

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫

সিলেট সীমান্তে এবার ৫ কোটি টাকার চোরাই মাল জব্দ

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সিলেট  এবং সুনামগঞ্জ সীমান্ত থেকে ৫ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। পূণ্য ছাড়াও পশু, মাদকদ্রব্য ও মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটির ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল টিম। বৃহস্পতিবার দিবাগত রাত (২৪ জানুয়ারি) ও শুক্রবার সকালে অভিযান চালিয়ে এসব জব্দ করে।

 

 

শুক্রবার সকালে বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ৪৮ ব্যাটালিয়নের  দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, সোনারহাট, লাফার্জ, দমদমিয়া, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ব্যাটারি, চিনি, গরু, মহিষ, ক্রিম, চকলেট, জিরা, কম্বল, কমলা, কোয়েকার ওটস, ফুচকা, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করেন।

 

এছাড়া চোরাই পণ্য পরিবহণে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করে। জব্দকৃত পণ্য, পশু, মাদকদ্রব্য ও মাছের মূল্য ৫ কোটি ২২ লাথ ১৬ হাজার ৭০০ শ টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান- সীমান্ত সুরক্ষা ও চোরাচালন রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728