ধর্মপাশায় এই প্রথম বিদ্যুৎ ছাড়া  ড্রিপ ইরিগেশন পদ্ধতির সেচ চালু

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫

ধর্মপাশায় এই প্রথম বিদ্যুৎ ছাড়া  ড্রিপ ইরিগেশন পদ্ধতির সেচ চালু

 প্রতিনিধি/ ধর্মপাশা::

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় প্রথমবারের মতো ফল বাগানে ড্রিপ ইরিগেশন পদ্ধতির সেচ প্রদান চালু করা হয়েছে।  

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি  প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় চলতি বছরে ধর্মপাশা উপজেলায় ২ টি  ও পাশের মধ্যনগর উপজেলায় ২ টি সহ  দু’উপজেলায় ৪ টি ফল বাগানে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে ড্রিপ ইরিগেশন পদ্ধতির সেচ প্রদান চালু করা হয়েছে।

 

ধর্মপাশা সদর ইউনিয়নের কামলাবাজ গ্রামের ফল বাগানের মালিক কৃষক মো. ইসহাক মিয়া বলেন,ফল বাগানে বিদ্যুৎ ছাড়া সৌর প্যানেলের মাধ্যমে পানি সেচ দেওয়ার এই পদ্ধতি একেবারেই নতুন। প্রতিটি গাছের গোড়ায় দুটি করে পানির পাইপে ফোটা ফোটা হয়ে পানি পড়ছে।

 

ক্রমান্বয়ে পানি শিকড়ে চলে যাচ্ছে। দ্রুত গতিতে পানি পড়লে। পানি অন্যত্র প্রবাহিত হয়ে বিভিন্ন আগাছার জন্ম হয়। এক হাজার লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাংকি ১৫ মিনিটের মধ্যে ভরে যাচ্ছে। পানি কমে যত টুকু খালি হচ্ছে অটোমেটিক পানি উঠে ট্যাংকির শুণ্য স্থান পূরণ হচ্ছে। চালু বা বন্ধ করার প্রয়োজন হয় না। কোন সময় শ্রমিকের প্রয়োজন হয় না। প্রতি বছর চৈত্র মাসের  খরায় পানির  অভাবে বাগানের অনেক  গাছ মরে যেত। 

 

ধর্মপাশা উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ড্রিপ সেচ পাওয়ার পর আর কোন গাছ মরেনি। গাছে গাছে ফুল এসেছে। আশা করি ভালো ফলন হবে। উপজেলা কৃষি অফিসার মো. আবদুল্লাহ আল মাসুদ তুষার বলেন,ড্রিপ প্রকল্পের আওতায় এ বছর ড্রিপ ইরিগেশন পদ্ধতির মাধ্যমে প্রথমবারের মতো বিদ্যুৎ ছাড়া ফল বাগানে সেচ প্রদান করা হচ্ছে। এটি সম্পূর্ণ নতুন ও পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে পানির অপচয় রোধ করা সম্ভব।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930